ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী)থেকে আব্দুস সবুর : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দীর্ঘ দিন ধরে তীব্র সার সংকটের মুল কারণ হিসেবে সরকারি সার ডিলারদের সিন্ডিকেট এবং গোপনে বেশি দামে সার বিক্রির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ।সেই অভিযোগের প্রেক্ষিত মাঠে নামে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন। সার সংকট নিরসনের জন্য বিভিন্ন বাজারে ডিলার এবং খুচরা ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
২৭( আগস্ট) শনিবার রাতে এমন অভিযোগের প্রেক্ষিতে সার বিতরণ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা,গুদাম দোকান না থাকা এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রি না করে অন্য লাইসেন্স বিহীন ব্যবসায়ী বা মধ্যস্তত্বভোগীদের নিকট সার বিক্রির অপরাধে “অনুকুল বীজ ভান্ডার” সার ডিলার শ্রী অজিত কুমার রায়(৫৭), পিতাঃ মৃত সুবল চন্দ্র রায়,গ্রামঃ চাড়োল, উপজেলা বালিয়াডাঙ্গী,জেলা ঠাকুরগাঁওকে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তার দোকান ৭ নং আমজানখোর ইউনিয়নের স্কুল হাটে থাকার কথা থাকলেও কোথাও তার কোন দোকান বা গুদাম ছিল না, এ অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা অফিসার মোঃ যোবায়ের হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিকে সরকারি ডিলারদের সার সিন্ডিকেট এবং খোলা বাজারে দুই থেকে তিন গুণ বেশি দামে সার কিনেও সময় মত জমিতে সার দিতে না পারায় কৃষি কাজে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন কৃষকরা।সরকারি ডিলারদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার না পাওয়া গেলেও বাজারে বেশি দামে সার কোথা থেকে আসে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন সাধারন মানুষ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় সার সংকট নিরসনে এবং ডিলার বা ব্যবসায়ীরা যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন এক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply