ফেনী সোনাগাজীতে ০৯টি ওয়ারেন্টভুক্ত ০১জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনাগাজীতে প্রতারণা মামলার বিভিন্ন মেয়াদে ০৬টি সাজাপ্রাপ্ত এবং ০৩টি সিআর ওয়ারেন্টসহ সর্বমোট- ০৯টি ওয়ারেন্টভুক্ত ০১জন আসামী দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর ঢাকার খিলগাঁও থেকে গ্রেফতার করেন সোনাগাজী মডেল থানা পুলিশ
এসময় বিভিন্ন মেয়াদে ০৬টি সাজাপ্রাপ্ত (সিআর-৫৯৯/১১ মামলায় ০১ বছর কারাদন্ডপ্রাপ্ত এবং ৮,৫০,০০০/- টাকা অর্থদন্ড), (সিআর-৩০৫/১৩ মামলায় ০৬ মাস কারাদন্ডপ্রাপ্ত এবং ১,৯৫,৬৪৬/- টাকা অর্থদন্ড),
(সিআর-১২/১২ মামলায় ০২ বছর কারাদন্ডপ্রাপ্ত এবং ৫,০০০/- টাকা অর্থদন্ড), (সিআর-৬৪৭/১১ মামলায় ০১ বছর কারাদন্ডপ্রাপ্ত), (সিআর-২৯২/১১ মামলায় ০১ বছর কারাদন্ডপ্রাপ্ত), (সিআর-২৯২/১১ মামলায় অনির্দিষ্টকাল সাজাপ্রাপ্ত) ও ০৩টি সিআর ওয়ারেন্টসহ সর্বমোট-০৯টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করে ঢাকা থেকে নিয়ে আসেন।
গ্রেফতার হওয়া আসামি হলেন, ফেনী জেলা সোনাগাজী উপজেলার সাতবাড়িয়া গ্রামের ডাঃ মফিজুল হক এর ছেলে আতাউল হক ফয়সাল।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, আসামিকে ঢাকা থেকে গ্রেফতার এর পর বিধি মোতাবেক ফেনী আদালতে পাঠানো হয়।
Leave a Reply