ফেনীতে অতর্কিত গুলি বর্ষণে শুভ বাহিনির গুলিবিদ্ধ হয়েছেন ১ জন।
ফেনীর পুরাতন পুলিশ কোয়াটারে পূর্বের শত্রুতা জেরে পিটু বাহিনীর সাব্বির অতর্কিতভাবে শুভবাহিনীর সদস্যদের উপর গুলি বর্ষণ করে।
২৯ তারিখ( বুধবার) রাতে ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড পুরাতন পুলিশ কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কোয়ার্টার সহ শহরজুড়ে আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি করেন ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী কিছুদিন আগে পিন্টুকে পুলিশে দেন। এরপর থেকে পিটু কারাগারে ছিলেন।
সেই দিন রাতে শুভর লোকজন সাব্বিরের বাসার পাশে তাদের ভাইদের সমস্যা সমাধান করতে গেলে তাদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল ছোড়েন সাব্বির।
এ সময় সাব্বির গুলি ছোড়লে শুভ বাহিনীর মানিকের ডান হাতে গুলি লাগে। হাসপাতালে ভর্তি হয়ে মানিক এইসব তথ্য দেন গণমাধ্যম কর্মীদের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী মডেল থানার ওসি মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, দুই পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেননি, অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ মানিকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply