নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে আসামি আতাউর রহমানের একটি পাকা বসতবাড়ির উত্তর সিড়ির সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) পুলিশের কর্মকর্তারা।
আটককৃতরা হলো নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬) ও পাজরভাঙ্গা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান।
পড়ুন>>বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত ১
সোমবার তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলী জানান,নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই আলী আকবর এসআই মামনুর রশিদ ও এসআই ইয়াসির আরাফাত জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রবিবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ০২টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেলা গোয়েন্দা শাখা,(ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর চৌকস পুলিশ অফিসার মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করে।
Leave a Reply