ডাকাতির প্রস্তুতির সময় ০৩জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই জসিম উদ্দিন নেতৃত্বে এএসআই সমছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৬( নভেম্বর) শনিবার রাতে ফেনী সদর থানাধীন লালপুল টু সোনাগাজী রোডের বালুয়া চৌমহানী বাজারের দক্ষীন পাশে কুটিরহাটগামী পাকা রাস্তারদক্ষীন পাশে জনৈক আব্দুল কাদেরের খালি জমিতে অভিযান পরিচালনা করে তিন জন আসামিকে গ্রেফতার করা হয়।
একই এলাকার আবদুর রাজ্জাক এর ছেলে আবদুল খালেক (২৫)। কুমিল্লা জেলা মুরাদনগর শান্তিনগর রোড়ে বেপারি বাড়ীর মৃত নুরুল ইসলাম এর ছেলে হালিম( ৩৭)।
ডিবিপুলিশ সূত্রে জানাযায়, আটক হওয়া আসামিদের হেফাজত হইতু দুইটি ছেনি দা, একটি ছোরা, একটি সেলাই রেঞ্চ, একটি স্ক্র-ড্রাইভার, একটি লোহার রড উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
Leave a Reply