কুষ্টিয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন রাতে। শিক্ষার্থীর নাম আলবার্ট স্মিথ বালা ।সে খ্রিষ্টান ধর্মীয় রীতি (সেভেন ডে এ্যাডভেন্ডিস) অনুযায়ী শনিবার দিনের আলোয় কোন পড়ালেখা করা যায় না। ফলে, নিয়ম মেনে রাতের বেলায় সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় তার পরিক্ষা।
শিক্ষার্থীটি কুষ্টিয়ার সানহাফ ইন্টারন্যাশনাল স্কলের ছাত্র। আলবার্টের শনিবারে পড়া বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ঊচ্চতর গণিত এর পরিক্ষাগুলো অনুষ্ঠিত হয় রাতের বেলায়। সেজন্য আগে থেকেই কেন্দ্রে এসে থাকতে হয় তাকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে সেও সকাল ১১টায় পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরে বাসা থেকে আসার সময় নিয়ে আসা খাবার ও কুষ্টিয়া হাই স্কুলের একটি কক্ষে বিশ্রাম নেয় আলবার্ট।
আলবার্টের বাবা জানান, আমরাও আমাদের সময়ে যশোর বোর্ডে গিয়ে পরিক্ষা দিতাম। এখন স্থানীয়ভাবে আয়োজন করা হচ্ছে, যা খুবই ভালো উদ্যোগ।
এ বিষয়ে কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব খলিলুর রহমান জানান, তার পরিক্ষা নেওয়ার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এটাও আমাদের দায়িত্বের অংশ। আমরা নিয়ম মেনেই পরিক্ষা গ্রহণ করছি। কেন্দ্র সচিব ও ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকেন বলেও জানান তিনি ।
Leave a Reply