বিশ্বের ৭৪টি দেশ থেকে ২৫০ জন গ্লোবাল ইয়ুথ লিডার এবারের ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মোঃ আশিকুর রহমান তাঁদের একজন। তিনি গত প্রায় ৪ মাস থেকে কোভিড-১৯ নিয়ে মাঠ পর্যায়ে একজন সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করার স্বীকৃতিস্বরুপ এই সম্মান অর্জন করেন।
আশিকের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মানুষ। মোঃ আশিকুর রহমান ইতোপূর্বে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৮০০ জন ইয়ুথ লিডারদেরকে নিয়ে আয়োজিত National Youth Assembly 2020-এর কঠিন প্রতিযোগিতামূলক “Tiger Cage” প্রতিযোগিতায় ৮০০ জনের মধ্যে বিজয়ী হন এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বছরব্যাপী লিডারশিপ প্রোগ্রাম ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ইউনিভার্সিটি ২০২০ (CGIU 2020)-এ সারা বিশ্ব থেকে নির্বাচিত ৬০০ জন কমিটমেন্ট মেকারের মধ্যে Access To Healthcare সেকশনে বাংলাদেশ থেকে তিনি একমাত্র কমিটমেন্ট মেকার বা ইয়ুথ লিডার হিসেবে নির্বাচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়ালী যুক্ত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী, গাম্বিয়ার মিনিস্টার অফ জাস্টিস, ওআইসি’র মহাসচিব, এইসি ওয়াই এফ -এর প্রেসিডেন্টসহ দেশ ও বিদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সম্মেলনে অংশগ্রহণকারী এই ২৫০ জন প্রতিশ্রুতিশীল ইয়ুথ লিডারকে কঠিন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করেছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নির্বাচন কমিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী এবারের এই ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিন ব্যাপী Resilient Youth Leadership Summit-এর প্রথমদিনে থাকছে কোভিড-১৯ বিষয়ক কর্মশালা, দ্বিতীয়দিনে থাকছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, IOM এবং University of Cambridge-এর যৌথ উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পের ভার্চুয়াল ট্যুর ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রোহিঙ্গা ক্রাইসিস বিষয়ক কর্মশালা এবং তৃতীয় বা শেষ দিনে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে “Boot Camp”।
ইতোপূর্বে এই সামিটটি সকলের প্রত্যক্ষ অংশগ্রহণে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে তবে করোনা পরিস্থিতির কারণে এবারের সামিটটি হচ্ছে ভার্চুয়ালী। তিন দিনব্যাপী এই সামিটটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল সামিট। ১৯৭৪ সালে বাংলাদেশ OIC-এর সদস্যভূক্ত হওয়ার পর এটি প্রথম ইয়ুথদেরকে নিয়ে বছরব্যাপী সবচেয়ে বড় আয়োজন, যার তত্ত্বাবধানে থাকছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। ৩ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম, কর্মশালা, ট্রেনিং এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে ২৯ জুলাই ২০২০ সামিটটি শেষ হবে এবং অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
Leave a Reply