নীলফামারীর ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পুষ্টির চাল বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ
ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় উপজেলার দশটি ইউনিয়নের ৩৭ জন ডিলারের মাধ্যমে ১৮ হাজার ৪ শত ৮৯ জন কার্ডধারী ভুক্তভোগী পরিবারের মাঝে পুষ্টির চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ( বিপিএএ), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হৃষিকেশ দেব শর্মা, খাদ্য পরিদর্শক ফাহমিদা খানম প্রমুখ।
এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হৃষিকেশ দেব শর্মা জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৩৭ জন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারের মাধ্যমে,১৮ হাজার ৪ শত ৮৯ জন কার্ডধারী ভুক্তভোগী পরিবারের মাঝে ৫ লক্ষ ৫৪ হাজার ৬ শত ৭০ কেজি পুষ্টির চাল বিক্রিয় করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply