যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার পারিবারিক ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি।
সেখান থেকে বেরিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বুধবার (১০ আগস্ট) নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে তদন্তের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডাকা হয় তাকে। সেখানে হাজিরা দিলেও কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। বিবৃতিতে ট্রাম্পের দাবি, সাংবিধানিক অধিকার থেকেই নিরুত্তর থেকেছেন তিনি।ট্রাম্পের দাবি, দীর্ঘ এই নাটকের পেছনে কয়েক বছরের পরিশ্রম আর লাখ লাখ ডলার ব্যয় হয়েছে, কোনো লাভ হয়নি।
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রত্যেক নাগরিককে যেসব অথিকার ও বিশেষ সুবিধা দিয়েছে তার আওতায় আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দুই সন্তানকে।গত মঙ্গলবার তার ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। যা নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। ট্রাম্পের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বাইডেন প্রশাসন।
Leave a Reply