কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা সহ মৌসুমী ব্যবসায়ীরা। পাইকারি বাজার ও চামড়ার আড়তে দাম না থাকায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। চামড়ার দাম না থাকায় স্থানীয় মাদরাসা ও এতিমখানাগুলোর আয় বন্ধ হওয়ার উপক্রম। এতে সংশ্লিষ্টদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মৌসুমি ব্যবসায়ীরা গ্রাম থেকে একটি বড় গরুর চামড়া আড়াই শ থেকে সাড়ে ৩ শ টাকায় এবং ছাগলের চামড়া ১৫ থেকে ২০ টাকায় ক্রয় করেছেন। কিন্তু সেই চামড়া আড়ত ও পাইকারি বাজারে আনার পর গরুর চামড়ার দাম ১৫০ থেকে ২০০ টাকা আর ছাগলের চামড়ার দাম ১০ টাকায় এসে ঠেকেছে।
আবুল কালাম জানান, প্রায় দু’শ ছাগলের চামড়া ফেলে দিয়েছি। তিনি আরো জানান, ভূরুঙ্গামারীতে চামড়া ব্যবসায়ী সমিতি নাই। এছাড়া করোনার প্রভাব ও ট্যানারি মালিকদের কাছ থেকে গত বছরের বকেয়া টাকা না পাওয়ায় অনেক চামড়া ব্যবসায়ী এবার তেমন একটা চামড়া কিনছেন না।
Leave a Reply