মেঘালয় পাহাড় ঘেঁষে লাউরগড়ের সাহিদাবাদ সীমান্তে শূন্যরেখায় মুসলমানদের হজরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় চলতি বছর ওরস হচ্ছে না।
শাহ আরেফিন(রহ.)এর মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির জানান, প্রতি বছরের মত চলতি বছরের মত হজরত শাহ আরেফিন(রহ.)আস্তানায় ২৬মার্চ থেকে ২৮মার্চ তিন দিনব্যাপী বার্ষিক ওরস পূর্ব নির্ধারিত থাকলেও পবিত্র রমজান মাস চলমান থাকা, একেই সাথে ২৭মার্চ পবিত্র শবে কদরের রাত্রি হওয়ায় বার্ষিক ওরস ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানাযায়,হজরত শাহজালাল(রহ.) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম জিন্দাপীর শাহ আরোফিন (রহ.) বাংলদেশ সীমান্তে লাউড়েরগড় গ্রাম নিকটবর্তী ভারতের মেঘালয় পাহাড়ে পাথরের গুহায় ইবাদত করতেন। তবে তিনি আজও জীবিত বা মৃত তার কোন চিহ্ন পায়নি কেউ।
আর এ ধারণা থেকেই যুগ যুগ ধরে প্রতি বছর ওরস মোবারক পালন করে আসছেন হাজার হাজার ভক্ত। মেঘালয় পাহাড়ের গুহায় যেতে না পারায় লাউড়েরগড় সীমান্ত নোম্যান্সল্যান্ড এলাকায় অস্থায়ী শাহ আরেফিন (রহ.)এর আস্তানা তৈরী করে ভক্ত আশেকানগণ ওরস পালন করে।
Leave a Reply