সরিষাবাড়ীতে সদ্য প্রয়াত জয়নাল আবেদীন বাবলুর সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিলেন স্থানীয় এমপি ।
জামালপুরের সরিষাবাড়ীতে সদ্যপ্রয়াত সাতপোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলুর সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আবদুর রশিদ এমপি।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আবদুর রশিদ এমপি গতকাল ২১ মে সদ্যপ্রয়াত ১নং সাতপোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সরিষাবাড়ী পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যাপক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জয়নাল আবেদীন বাবলুর কবর জিয়ারত করেন।
পরবর্তীতে তিনি সাতপোয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত চর নান্দিনা গ্রামে সাড়ে তিন কিলোমিটার মাটির রাস্তার কাজের অগ্রগতি নিদর্শন করেন।
এ সময় সাতপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টারসহ এলাকার নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply