জামালপুরের সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ীতে চর বালিয়া ঝিনাই নদীতে দুইব্যাপী হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর ধারে হাজারো নরো-নারী ভিড় জমান নদীর দুইপাশে।
নৌকা বাইচের ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের সভাপতিত্বে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন – তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন- অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে- পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত আলম পল্লব সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ তরফদার সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে অত্র-লাকা সহ দূর-দূরান্ত হতে হাজার হাজার দর্শনার্থীরা ঝিনাই নদীর দুই পাড়ে ভিড় করে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।
উৎসবমুখর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে ইসলামপুরের নৌকা রকেট, এতে পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে বাংলার সম্রাট নৌকাকে দেওয়া হয় একটি ষাঁড় গরু।
Leave a Reply