চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএনপির কোন্দল,ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি তৈরি।
৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে পাল্টাপাল্টি বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
এসব ইউনিয়নে সদস্য সচিব ও যুগ্ম আহবায়কের কোন মতামত না নিয়ে নিজের বলয় তৈরি করতে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন কমিটি অনুমোদন করেন।
তৃণমূল নেতাকর্মীদের মতামতের মাধ্যমে পাল্টা কমিটি গঠন করেছে লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবু তাহের স্বাক্ষরিত ৯টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি।
লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২টি করে পাল্টাপাল্টি কমিটি হলে পদুয়া ইউনিয়নে হয়েছে বিএনপির ৩টি পাল্টাপাল্টি কমিটি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা জানান, দলের এই দুরদিনে বিভ্রান্তি ছড়ানো ও দলের মধ্যে বিভেদ সৃষ্টি দুঃখজনক। আধিপত্য নিয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির মধ্যে এমন গ্রুপিং এর কারনে সাধারণ নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।
Leave a Reply