নওগাঁর মান্দায় বসত বাড়িতে ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ ।
মান্দায় বসত বাড়িতে হামলা ভাঙচুর ও টাকা লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে । রবিবার ৫ নভেম্বর উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর সরদার পাড়ায় গ্রামে এই ঘটনা টি ঘটে ।
এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম মান্দা থানা একটি লিখিত অভিযোগ করেন ।
অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন ০৫/১১/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় পরিকল্পিত ভাবে ইব্রাহিম এর বসত বাড়ীরমধ্যে এসে তার স্ত্রী মোছাঃ ফরিদা বেগম এবং ছেলের স্ত্রী মোছাঃ জীবন নেছাদ্বয়কে মারপিট করে ফাঁকা বাড়ি পেয়ে নগদ ২,২০,০০০/-টাকা লুটপাট করেন শহিদুল ইসলাম, মামুন হোসেন, সাথী, শিখা খাতুন, দারাজতুল্যা, আয়েশা বেগম, সুফিয়া বেগম ।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইব্রাহিম বলেন আমার ছেলেকে বিদেশ পাঠাবো বলে গরু বিক্রয় এবং জমি বরগা দিয়ে নগদ ২,২০,০০০ /- টাকা ঘরে বাক্সতে এনে রাখি তারা জোরপূর্বক বাক্সের তালা ভেঙ্গে আমার গচ্ছিত ২ লক্ষ ২০ হাজার টাকা লুটপাট করেন ।
টাকা লুটপাটের বিষয়ে বিবাদী শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এই ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার স্থলে পুলিশ গিয়েছিল অভিযোগের সততা পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।
Leave a Reply