নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউপি রাস্তার বেহাল দশা। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারীরা।
মান্দায় ৭ নং প্রসাদপুর ইউপির গোট গাড়ী ইদগাঁর মোর হতে, বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা, রাস্তা যেন মরণ ফাঁদ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এ রাস্তায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ নানান পেশার মানুষ এ রাস্তা চলাচল করে। রাস্তাটি এখন খানাখন্দে ভরা। এখন এই পথচারীদের মরণফাঁদ, মাঝেমধ্যে দেখা যায় মোটরসাইকেল ভ্যান রিক্সা, এই রাস্তায় বিভিন্ন খানা খন্দরে পড়ে মারাত্মক ধরনের এক্সিডেন্টের ঘটনাও ঘটে প্রতি নিয়ত। আবার দুর্ঘটনায় অনেকের হাত পা ভেঙ্গে গেছে অনেকের।
এ বিষয়ে এলজিডির এক কর্মকর্তার কাছে এ রাস্তার টেন্ডার বিষয় জানতে চায়লে, তুমি বলেন এ রাস্তার টেন্ডারের আওতায় আছে কিনা অফিসের কাগজপত্র দেখলে বলা যেতে পারে।
Leave a Reply