ঝোলে ঝালে অম্বলে
লেপ কাঁথা কম্বলে,
বোনাসের সম্বলে বাঙালী
সরকারি চাকুরে
বাবা জ্যাঠা কাকু-রে
আর রবি ঠাকুরের বাঙালী
সিল্ক আর কটনে
মুরগি ও মটনে
অঘটনে ঘটনে বাঙালী
বোশেখের পচা ঘামে
কাসুন্দি কাঁচা আমে
নুন মাখা কালোজামে বাঙালী
খাসা অনুসরণে
পাকা অনুকরণে
পোশাকের ধরণে বাঙালী
মুখপোড়া মিনসে
নেই আর দিন সে
ধুতি ছেড়ে জীনসে বাঙালী
হাই হিল চটিতে
দাঁ আর বটিতে
বাঙাল আর ঘটিতে বাঙালী
মিঠে কড়া বুলিতে
পিঠে আর পুলিতে
ঠাকুমার ঝুলিতে বাঙালী
ফেবারিট সানডে
ক্রিকেটে ওয়ানডে
গোল খেয়ে কাঁদে ঐ বাঙালী
সন্ত্রাস ভীতিতে
চোখা রাজনীতিতে
আর সম্প্রীতিতে বাঙালী
দাঁড়ি কমা হসন্তে
বেহাগ আর বসন্তে
মান্না ও হেমন্তে বাঙালী
আমি তুমি আর কে
অন্ধকারে কার কে
ময়দানে পার্কে বাঙালী
ওল্ড এজ হোমে হায়!
বাবা মাকে কে পাঠায়
ভিটে বেচে ফ্ল্যাটে যায় বাঙালী
রাগে মুখ ভার করে
দুয়ে দুয়ে চার করে
মাসান্তে ধার করে বাঙালী
গিন্নির ঘ্যান্ ঘ্যান্
শুধু খরচের প্ল্যান
সত্যজিতের ফ্যান বাঙালী
মরে না হতোদ্যমে
ভাঁটা নেই উদ্যমে
সুচিত্রা উত্তমে বাঙালী
পালা লোমহর্ষক
চিত্ত আকর্ষক
যাত্রার দর্শক বাঙালী
কৌতুক ও নকশায়
ঠাট্টা ও তামাশায়
অম্ল ও আমাশায় বাঙালী
কবিতার বারোমাসে
সুনীল শক্তি আসে
জীবনানন্দ দাসে বাঙালী
নবাবের শিষ্য
ট্যাঁক ফাকা নিঃস্ব
মুখে মারে বিশ্ব বাঙালী
ভাবখানা সব জানে
থাকা চাই সব খানে
তবু তো নোবেল আনে বাঙালী ।।
Leave a Reply