দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সারা রাত নির্যাতন করে এক যুবককে হত্যা করেছে তার প্রতিবেশীরা। নিহতের নাম আরিফুল ইসলাম বুশ।
নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, তার ছেলে বুশকে প্রতিবেশী গোলাম আলী, মিঠন সহ কয়েকজন মিলে সারারাত গাছে বেধে মারপিট করে অমানষিক নির্যাতন করে হত্যা করেছে।
নিহতের বাবা আরো জানান, প্রভাবশালি গোলাম আলীর বাড়ীর লোকজনের নির্যাতনের ফলে বুশ এর আত্বচিৎকারে তাদের হাতে পায়ে ধরে মারতে নিষেধ করলে তারা যুবক বুশ এর বিরুদ্ধে চুরির অভিযোগ দেন।
তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে বুশকে পিটাতে থাকে। প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, শুনেছি বুশকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ বৃহস্পতিবার বেলা ১২টায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ছেলের হত্যাকারিদের বিচার দাবী ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তার পরিবার।
Leave a Reply