দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শত শত শিক্ষকদের সমন্বয়ে মিছিলটি দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে দৌলতপুর উপজেলা পরিষদ শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও দৌলতপুর উপজেলা (বাকশিস) এর সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাসির উদ্দীন বিশ্বাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আহাদ, আহসান নগর কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্যা সরকার, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দীন, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।
দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃমঃ সরওয়ার, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ, দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কর্মচারী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে শিক্ষকদের ন্যা্য্য দাবী মেনে নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবী জানান। শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেন। তার পরও যদি দাবী আদায় না হয় তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে শিক্ষক নেতারা কঠোর হুশিয়ারির ঘোষনা দেন।
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।
প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকবৃন্দ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট
স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply