ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রায়হান আহমেদ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫–এর বিচারক বেগম সামছুন্নাহার আজ বৃহস্পতিবার এ রায় দেন।ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আজগর স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামি রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্যানুসারে, ২০১১ সালের ১০ এপ্রিল ছয় বছরের শিশুকে অপহরণ করে আশকোনার একটি হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা করে। মামলা তদন্ত করে রায়হান আহমেদের বিরুদ্ধে ২০১২ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
Leave a Reply