চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন উপস্থিত ছিলেন।
দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথিরা ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সামাদ সহ আরো অনেকই।
এ সময় ৯ জনকে ছয় লক্ষ টাকা ‘র ঋণের চেক প্রদান,যানবাহন চালনা প্রশিক্ষণার্থীদের ৪০ জনকে (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ভাতা প্রদান ও ৫৪ জনকে ড্রাইভিং লাইসেন্স প্রদান দু’জন সফল আত্মকর্মী ও একজন যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়াও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফ্রিল্যান্সিং বিউটিফিকেশন, কৃষি ও হর্টিকালচার এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ ট্রেড সর্বমোট ১২৫ জন শিক্ষার্থী।
Leave a Reply