মতলব(চাঁদপুর) থেকে আরাফাত আল-আমিন :চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ তফসিল ঘোষণার পর থেকে উঁকি মারছেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীগণ।প্রচার করছে নিজের পরিচিতি, ইশতেহার ও কর্মপরিকল্পনা।এমনই একজন প্রার্থী শামসুন্নাহার শান্তা জানাচ্ছেন তার প্রার্থীতার কথা। মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন তিনি।
শামসুন্নাহার শান্তা মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম সাইফুল কবির জসিম উদ্দিন সরকারের সুযোগ্য কন্যা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে।
এ ব্যাপারে শামসুন্নাহার শান্তা বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। বাবার পাশাপাশি আমার মা পারভীন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। তারা যেমন মানুষকে সেবা করতে পছন্দ করেন, তেমনি আমিও মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ খুঁজছি। তাই আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া উপজেলার সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। এছাড়াও উপজেলার অবহেলিত নারী জনপদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন ।
শান্তা আরও বলেন, আমি একজন সাদাসিধে মানুষ। আমার জীবন যাপনও সাধারণ। তাই সাধারণ মানুষের দুঃখ কস্টের সঙ্গী হতে আমি পছন্দ করি। অবহেলিত নারীদের জীবন যুদ্ধে অংশীদার হতে চাই। বিশেষ করে অনুন্নত, দুঃস্থ ও অসহায় নারীদের উন্নয়নে কাজ করার সুযোগ চাই। আর সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের অংশ হিসেবে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার ভুমিকা পালন করবো।
তরুণ উদীয়মান এই সমাজকর্মী আরও বলেন, প্রতিটি মানুষেরই জনপ্রতিনিধিদের কাছে চাওয়া পাওয়া বা দাবী থাকে। যেমন সুখে, দুঃখে পাশে থাকা, মানুষের খোঁজ খবর নেয়া। সেই স্থান থেকে আমি বলব সকলের দোয়ায় আমি যদি নির্বাচিত হই তাহলে ভোটার ও সাধারণ জনগণের পাশে থাকব এবং খোঁজ খবর রেখে সহযোগিতার হাত বাড়িতে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, দলমত নির্বিশেষে সবকিছুর উর্ধে থেকে সকলের সহযোগীতা নিয়ে জনমানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।
Leave a Reply