আজ সকালে সূর্য উঠার সাথে সাথে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠন, সাংবাদিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়েতে ইসলামীর ঘিওর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জানে আলমসহ আরো অনেকে।
Leave a Reply