আমারও ছিল -মো. মাসুদ আল করিম
আমার ছিল এক খন্ড জমি
তাতে ছিল অহর্নিশি পদচারণা তোমার ।
আমার ছিল রক্তিম কৃষ্ণচূড়া
তোমার ছিল অন্তহীন ভাললাগা ।
তবুও হলোনা কিছুই
না পেলাম সোনালী ফসল
অভাগা মন না হলো রঙিন কৃষ্ণচূড়ার রঙে ।
বেদখলে গেল জমি
দাবানলে অঙ্গার কৃষ্ণচূড়া ।
ইচ্ছের যাতায়াত বাড়তে থাকে চোরাই পথে ।
প্রতিনিয়ত আবিষ্কার করি
সেদিনের আবির মাখা নিজেকে ।
এতটুকু বাড়েনা বয়স।
সময় তরী নোঙ্গর ফেলে স্বপ্নের বন্দরে ।
আমি ফিরে যাই সেদিনের চুরি যাওয়া আলোর কল্পলোকে ।
এইতো আমি
অসম্ভবের জাল থেকে বেরিয়ে আসা
সেই আমি ।
পড়ুন>>
Leave a Reply