অসাম্প্রদায়িক বন্ধনের মধ্য দিয়ে আমাদেরকে দেশ উপহার দিয়েগেছেন জাতির জনক।মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
শেখর মজুমদার পিরোজপুর প্রতিনি
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, অসাম্প্রদায়ীক বন্ধনের মধ্য দিয়ে আমাদেরকে দেশ উপহার দিয়েগেছেন জাতির জনক। সেই চেতনাকে ধারন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সৌহার্দ স্মপ্রীতি, সহমর্মীতা আছে বলেই সুন্দর ও সুষ্ঠ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রেরেলসহ দেশের রাস্ত্মাঘাট, ব্রীজকালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, আধুনিক মডেল মসজিদ নির্মানসহ অবকাঠামো উন্নয়ন করার পাশাপাশি দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে রাত দিন পরিশ্রম করে করে চলছেন। জাতি,ধর্ম,বর্ন নির্বি শেষে সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ব, এই হোক আজ আমাদের অঙ্গীকার। তিনি শুক্রবার রাতে স্বরূপকাঠি উপজেলার জুলুহার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে চেয়ারম্যান তার বিশেস্নষন না করে সম্মিলিত ভাবে এলাকা উন্নয়নে সকলে কাজ করলে অচিরেই আমরা জাতির জনকের সপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারব ইনসাআল্লাহ্ । আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিখিল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান কেএম সবুর তালুকদার, এসময় পিরোজপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার, ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, পূজাপরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল আউয়াল, প্রমুখ।এর আগে তিনি উপজেলার সদরে স্বরূপকাঠি ইউনিয়ন ও জুলুহারে সমুদয়কাঠি ইউণিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের এবং জুলুহার লক্ষনকাঠি- দূর্গাকাঠি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
Leave a Reply