পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক বিরোধী অভিযানে কচাকাটা থানা পুলিশ বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার হতে (১৭ জুলাই) রাত ৭ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ দল মাদারগঞ্জ বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো কচাকাটা থানার মাদারগঞ্জ বাজারের পাশের মৃত বীরবল শেখের পুত্র মোঃ শাহীন আলম(৩৫) ও নারায়ণপুর সরকার পাড়া গ্রামের মোঃ শামসুল হকের পুত্র মোঃ আব্দুর রহিম (৩৮)
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। এবং
আজ শনিবার (১৮ জুলাই) গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ আরো জানান, পুলিশ সুপারের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান চলমান আছে। কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
arif/18/7/2k2k
প্রশাসনকে ধন্যবাদ।
মাদক নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসন বেশ সক্রিয় ।