HSC পদার্থ দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ঃ গুরুত্বপূর্ণ “ক” প্রশ্ন ও উত্তর
১। অর্ধ পরিবাহীর সংজ্ঞা দাও।[য.বো.-১৯]
উত্তরঃ সাধারণ তাপমাত্রায় যে সকল পদার্থের যোজন ব্যান্ড প্রায় পূর্ণ এবং পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে এবং এ দুটি ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ শক্তি ব্যবধান এর চেয়ে কম থাকে তাদেরকে অর্ধপরিবাহী বলে।
২। জুলের প্রথম সূত্রটি লেখ।
উত্তরঃ জুলের প্রথম সূত্রটি হলো- বিদ্যুৎবাহী পরিবাহী রোধ এবং বিদ্যুৎ প্রবাহকাল অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের নতুন উদ্ভূত তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক।
৩। তাপ উৎপাদন সম্পর্কিত জুলের তৃতীয় সূত্রটি লেখ।
উত্তরঃ তাপ উৎপাদন সম্পর্কিত জুলের তৃতীয় সূত্রটি হলো- বিদ্যুৎবাহী পরিবাহীর রোধ এবং বিদ্যুৎ প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ প্রবাহকালের সমানুপাতিক।
পড়ুন>> এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র ক নং প্রশ্নের উত্তর অধ্যায়-২ স্থির তড়িৎ HSC Physices 2nd Part
৪। তাপের যান্ত্রিক সমতা কাকে বলে? [রা.বো.-১৯]
উত্তরঃ এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা এক একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, তাকে তাপের যান্ত্রিক সমতা বলে।
৫। তাড়ন বেগ কাকে বলে?
উত্তরঃ তাড়ন বেগ হলো কোনো কণা যেমন ইলেকট্রনের সেই বেগ যা সে তড়িৎক্ষেত্রের কারণে লাভ করে।
৬। ও’হমের সূত্রটি লেখ।
উত্তরঃ ও’হমের সূত্রটি হলো- তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যদিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তা সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
পড়ুন>> এইচ এস সি পদার্থ বিজ্ঞান ১ম পত্র (৩য় অধ্যায়)
৭। তুল্যরোধ কী? [চ.বো.-১৯]
উত্তরঃ রোধের কোনো সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাই ঐ সমবায়ের তুল্যরোধ।
৮। কার্শফের প্রথম সূত্রটি লেখ।
উত্তরঃ কার্শফের প্রথম সূত্রটি হলো- বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক ক্ষেত্রফল শূন্য।
৯। কার্শফের দ্বিতীয় সূত্রটি লেখ।[ঢা.বো.-১৯, সি.বো.-১৯]
উত্তরঃ কার্শফের দ্বিতীয় সূত্রটি হলো- কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুসঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ঐ বর্তনীর মোট তড়িচ্চালক বলে সমান হবে।
১০। হুইটস্টোন ব্রিজ কাকে বলে?
উত্তরঃ চারটি রোধ শ্রেণিবদ্ধভাবে সজ্জিত করে একটি আবদ্ধ লুপ তৈরি করলে যে চারটি সংযোগস্থল তৈরি হয়, তার যেকোনো দুটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি বিদ্যুৎ কোষ এবং অপর দুটি সংযোগস্থলের মাঝে গ্যালভানোমিটার সংযোগে যে বর্তনী তৈরি হয় তাকে হুইটস্টোন ব্রিজ বলে।
১১। পটেনশিওমিটার কাকে বলে?
উত্তরঃ বিভব পতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে ছোট মানের বিভব বৈষম্য ও বিদ্যুচ্চালক বল পরিমাপ করা হয় তাকে পটেনশিওমিটার বলে।
১২। পোস্ট অফিস বক্স কী?
উত্তরঃ যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রিজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে কোনো অজানা রোধ নির্ণয় করা যায় তাকে পোস্ট অফিস বক্স বলে।
১৩। এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও।[রা.বো.-১৮, য.বো.-১৮, চ.বো.-১৮, ব.বো.-১৮, কু.বো.-১৮]
উত্তরঃ শূন্য মাধ্যমে দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যকটিতে যে পরিমাণ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে বল উৎপন্ন হয় তাই এক অ্যাম্পিয়ার।
১৪। জুলের রোধের সূত্রটি বিবৃত কর।[কু.বো.-১৭]
উত্তরঃ জুলের রোধের সূত্রটি হলো- তড়িৎ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহকাল অপরিবর্তিত থাকলে পরিবাহীতে তড়িৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক।
১৫। এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে? [ঢা.বো.-১৮, সি.বো.-১৮, দি.বো.-১৮, চ.বো.-১৭]
উত্তরঃ তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য হলে এদের একটি হতে অপরটিতে একটি ইলেকট্রন স্থানান্তরে যে কাজ করতে হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে।
১৬। আপেক্ষিক রোধ কাকে বলে? [ব.বো.-১৭]
উত্তরঃ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে।
১৭। তড়িচ্চালক বল কাকে বলে? [ঢা.বো.-১৬]
উত্তরঃ একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ হয় বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।
১৮। তড়িৎ মাধ্যমাঙ্ক কী? [সি.বো.-১৫]
উত্তরঃ যেকোনো দুটি চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে ক্রিয়াশীল বল এবং ঐ দুই চার্জের মধ্যে ঐ একই দুরত্বে অন্য কোন মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এ ধ্রুব সংখ্যাই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক।
১৯। অতি পরিবাহিতা কাকে বলে? [য.বো.-১৫]
উত্তরঃ অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এসব পদার্থকে বলা হয় অতিপরিবাহী এবং পদার্থের এ ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা।
২০। সরল বর্তনী কী?
উত্তরঃ যে বর্তনীর সকল অংশে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাই সরল বর্তনী।
২১। প্রবাহ ঘনত্ব কাকে বলে?
উত্তরঃ কোনো পরিবাহকের প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহকে ঘনত্ব বলে।
২২। অ্যাম্পিয়ারের সূত্রটি লিখ।
উত্তরঃ অ্যাম্পিয়ারের সূত্রটি হলো- কোনো তড়িৎবাহী পরিবাহীকে কেন্দ্র করে কাল্পনিক কোনো বদ্ধ রেখা বা লুপের ওপর এর রৈখিক যোগজীকরণ ঐ পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা এবং এর গুনফল সমান।
২৩। রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে?
উত্তরঃ প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ঐ পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে।
২৪। মিটার ব্রীজ কী?
উত্তরঃ দৈর্ঘ্যের একটি তামার তার ব্যবহারকারী যে যন্ত্র হুইটস্টোন ব্রীজ নীতির উপর প্রতিষ্ঠিত যা মূলত রোধ পরিমাপে ব্যবহার করা হয় তাকে মিটার ব্রীজ বলে।
২৫। বর্তনীতে শান্ট কীভাবে যুক্ত করা হয়?
উত্তরঃ বর্তনীতে শান্ট সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়।
২৬। অভ্যন্তরীণ রোধ কী?
উত্তরঃ কোষের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবাহ যে পরিমাণ বাধাপ্রাপ্ত হয় তাই কোষের অভ্যন্তরীণ রোধ।
২৭। নিরাপত্তা ফিউজ কী?
উত্তরঃ বৈদ্যুতিক বর্তনীতে অধিক পরিমাণ তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য যে নিরাপত্তামূলক কৌশল ব্যবহার করা হয় তাই নিরাপত্তা ফিউজ।
২৮। রোধ কাকে বলে?
উত্তরঃ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে ঐ পরিবাহীর রোধ বলে।
২৯। হারানো ভোল্টেজ কাকে বলে?
উত্তরঃ কোষের অভ্যন্তরীণ রোধের কারণে এর মধ্যদিয়ে প্রবাহ চালনা করার জন্য কিছু ভোল্টেজ নষ্ট হয় যা বহিঃবর্তনীতে কোনো কাজে আসে না, একে হারানো ভোল্টেজ বলে।
৩০। মিটার ব্রিজ কোন নীতিতে কাজ করে?
উত্তরঃ মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে।
৩১। এর সংজ্ঞা দাও।
উত্তরঃ এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করে তাকে কিলোওয়াট ঘন্টা বা বলে।
পড়ুন>> নিষিদ্ধ ৮টি কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকুন
৩২। শান্ট কাকে বলে? [ব.বো.-১৯]
উত্তরঃ সূক্ষ ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয়ে যন্ত্রটি বিকল করতে না পারে সেজন্য বিকল্প পথে অতিরিক্ত বিদ্যুৎ পাঠানোর নিমিত্তে যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে প্রয়োজনীয় নিম্নমানের যে রোধ সংযুক্ত করা হয় তাকে শান্ট বলে।
৩৩। পরিবাহীর তাপমাত্রা ও রোধের সম্পর্ক কী?
উত্তরঃ পরিবাহীর তাপমাত্রা ও রোধের সম্পর্ক হলো- পরিবাহীর তাপমাত্রা পরিবাহীর রোধের তাপমাত্রার ব্যস্তানুপাতিক।
৩৪। কিলোওয়াট ঘন্টা কী?
উত্তরঃ এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় করে তাকে কিলোওয়াট ঘন্টা বলে।
৩৫। রোধের দৈর্ঘ্যের সূত্রটি কী?
উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহকের রোধ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়।
৩৬। বর্তনী কী?
উত্তরঃ তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে।
৩৭। অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করতে হয়?
উত্তরঃ অ্যামিটারকে বর্তনীতে শ্রেণিতে যুক্ত করতে হয়।
বিজ্ঞাপন
৩৮। অ্যামিটার কোন এককে প্রবাহ পরিমাপ করে?
উত্তরঃ অ্যামিটার অ্যাম্পিয়ার এককে প্রবাহ পরিমাপ করে।
৩৯। ও’হম মিটার কী?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে রোধ নির্ণয় করা হয় তাকে ও’হম মিটার বলে।
৪০। অ্যামিটারের পাল্লা কী?
উত্তরঃ একটি অ্যামিটার সর্বাধিক যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাই ঐ অ্যামিটারের পাল্লা।
৪১। রোধের বেশি সমবায় কাকে বলে?
উত্তরঃ যদি কতকগুলো তড়িৎ কোষকে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রথমটির ঋণপাতের সাথে দ্বিতীয়টির ধনপাত, দ্বিতীয়টির ঋণপাতের সাথে তৃতীয়টির ধনপাত ইত্যাদি পরস্পর যুক্ত থাকে তবে বিদ্যুৎ কোষের এ সমবায়কে শ্রেণি সমবায় বলে।
৪২। রোধাঙ্কের সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন নির্দিষ্ট তাপমাত্রার একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর রোধকে বা একক বাহুবিশিষ্ট কোনো ঘনকের রোধকে ঐ তাপমাত্রায় ঐ পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে।
পড়ুন>> মডেল টেস্ট-২৬ কৃষি উপসহকারি কর্মকর্তা পরীক্ষা
৪৩। ও’হম রোধ কাকে বলে?
উত্তরঃ যে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে তার মধ্য দিয়ে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে সেই পরিবাহকের রোধকে এক ও’হম বলে।
৪৪। স্লাইডিং রোধ কী?
উত্তরঃ বিভব বিভাজকে ও এর পরিবর্তে এমন রোধ যুক্ত করা যায় যার মান পরিবর্তন করে এর মান শূন্য থেকে পর্যন্ত পাওয়া সম্ভব। একে স্লাইডিং রোধ বলে।
৪৫। বিভব বিভাজক কী?
উত্তরঃ বিভব বিভাজক এমন একটি ব্যবস্থা যা দ্বারা কোনো বিভব পার্থক্যকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা যায়।
৪৬। ভোল্টমিটারকে বর্তনীতে কিভাবে সংযোগ দেওয়া হয়?
উত্তরঃ ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয়।
৪৭। প্রান্তীয় বিভব পার্থক্য কাকে বলে?
উত্তরঃ তড়িচ্চালক শক্তি এর একটি অংশ কোষের অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে ব্যবহৃত হয় এবং বাকি অংশ ব্যবহৃত হয় বাইরের রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে। বাইরের কাজের জন্য কোষের ক্রিয়া থেকে প্রাপ্ত এই অংশকে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য বলে।
৪৮। কোষের সমবায় কী?
উত্তরঃ শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য একাধিক কোষ একত্রে ব্যবহার করাকে কোষের সমবায় বলে।
৪৯। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য কি করতে হয়?
উত্তরঃ অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য সমান্তরালে রোধ যুক্ত করতে হয়।
৫০। মিটার ব্রিজের সাহায্যে কি নির্ণয় করা হয়?
উত্তরঃ মিটার ব্রিজের সাহায্যে কোনো পরিবাহীর রোধ নির্ণয় করা যায় এবং তা থেকে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়।
৫১। তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কী?
উত্তরঃ তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ।
৫২। বিদ্যুৎ শক্তি কী?
উত্তরঃ বিদ্যুৎ প্রবাহের কাজ করার সামর্থ্যই হলো বিদ্যুৎ শক্তি।
৫৩। তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
৫৪। তড়িচ্চালক শক্তি কাকে বলে?
উত্তরঃ একক চার্জকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে নিতে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।
পড়ুন>> HSC পদার্থ দ্বিতীয় চতুর্থ অধ্যায় খ প্রশ্ন ও উত্তর
৫৫। হুইটস্টোন ব্রীজ নীতিটি কী?
উত্তরঃচারটি রোধ পরস্পর শ্রেণিবদ্ধভাবে সাজানো থাকলে গ্যালভানোমিটারের বিক্ষেপবিহীন অবস্থায় প্রথম ও দ্বিতীয় বাহুর রোধের অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ বাহুর রোধের অনুপাত সমান হয় এটিই হুইটস্টোন ব্রীজ নীতি।
৫৬। তাপ বিদ্যুৎ ক্রিয়া কী?
উত্তরঃ তাপ দ্বারা বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াকে তাপ বিদ্যুৎ ক্রিয়া বলে।
৫৭। পোস্ট অফিস বক্সে কোন নীতি ব্যবহৃত হয়?
উত্তরঃ পোস্ট অফিস বক্সে হুইটস্টোন ব্রীজ নীতি ব্যবহৃত হয়।
৫৮। বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে? [ব.বো.-১৯]
উত্তরঃ যেসব অর্ধ পরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত থাকে তাদেরকে বহির্জাত অর্ধপরিবাহী বলে।
[…] […]