পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম :-খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর খুলনা বিভাগের আওতাধীন পাইকগাছা,কপিলমুনি ও কয়রার কর্মরত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিক আব্দুল মজিদের সভাপতিত্বে ও ফসিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম খান, স্থায়ী সদস্য মোড়ল মুজিবুর রহমান, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম,জিএম মিজানুর রহমান,বাবুল আক্তার। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশি হামলা আর মামলার শিকার মফস্বলের সাংবাদিকরা। আমরা দলমতের ঊর্ধ্বে থেকে সব সাংবাদিকদের পাশে থাকবো। মহাসচিব সুমন সরদার বলেন, বিভিন্ন সময়ে সংবাদকর্মীরা বহুমাত্রিক নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে কাজ করছেন। সংবাদ সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, হামলা-মামলার শিকার হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কাজ হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমসয় বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা ও কয়রার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভা শেষে আগামী মাসেই খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দেন।
Leave a Reply