৩১ মে সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষক/কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর ভূরুঙ্গামারী কার্যালয়ে মৃত সদস্যের বেটিফিট চেক তার নমিনী কাছে হস্তান্তর করা হয়।
জেনে নিন>> ভূরুঙ্গামারীর মীর জুমলা (অতিপ্রাচীন) মসজিদ কাল্ব সদস্য গনেশ চন্দ্র সরকার ১০ ডিসেম্বর ২০১৮ ইং মৃত্যুবরণ করেন।সে ভূরুঙ্গামারী সরকারি কলেজের কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন।তার মেয়ে বিথী রানী সরকার এই চেক গ্রহন করেন।
এ সময় কুড়িগ্রাম জেলা কাল্ব ব্যবস্থাপক জনাব অরুন কুমার, ভূরুঙ্গামারী কাল্ব ভূরুঙ্গামারী পরিচালনা সভাপতি বোরহান আলী, সম্পাদক সাইফুর রহমান, ট্রেজারার সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply