কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ”উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ“ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক নাবী পাটবীজ উৎপাদনকারী পাট বীজ চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন ঘোষনা করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: এনায়েত উল্লাহ খান ইউছুফ ।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: রতন মিয়া ও উপজেলা পাট চাষী সমিতির সভাপতি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এতে প্রায় একশ পাটবীজ চাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া বলেন,নাবী পাটবীজ উৎপাদনে উৎসাহ যোগাতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।এতে একশ জন পাটবীজ চাষী অংশ নিয়েছেন।
Leave a Reply