সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস (বালুয়াবাতা) গ্রামে বাড়ির উঠান থেকে গলায় রশি পেঁচানো আছিয়া বেগম (৫৫) নামে এক গৃহ-বধূর উদ্ধার করেছে পুলিশ। আছিয়া বেগম ওই গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, রবিবার বিকালে গৃহ-বধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দীপক চন্দ্র রায় বলেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে খবর পেয়ে পুলিশ পাঠানোর পর নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করি। এব্যাপরে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply