সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দর্শকপ্রিয় মোহনা টিভি”র জন্মদিন পালিত হয়েছে।
গ্রামবাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন ১৪ বছর অতিত্রম করে ১৫ বছরে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির জন্মদিন পালিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়।
পড়ুন>>আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নাগেশ্বরী ভুরুঙ্গামারী ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক আহমদ বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মোঃ মাসুক মিয়া, সাংবাদিক আনোয়ারুজ্জামান, দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক জালালাবাদের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক সোনালী সিলেটের প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বদরুল,
গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, এখন টিভির প্রতিনিধি মোঃ লিপসন আহমদ, বিজয় টিভির প্রতিনিধি মোঃ আলাউর রহমান দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ নুর, বাংলা টিভির প্রতিনিধি মোঃ আল হাবিব,এশিয়ান টিভির প্রতিনিধি এনামুল কবির মুন্না, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী অপু সরকার, কিশাল শেখর তালুকদার ও সুবিনয় দাস প্রমুখ।
মোহনা টেলিভিশন ইতিমধ্যে সুনামগঞ্জ প্রতিনিধির কঠোর পরিশ্রম, দক্ষতা, সততা ও আত্মমনোবল নিয়ে কাজ করে পুরো জেলায় দর্শক প্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে।
আগামীতে এই মোহনা টেলিভিশন গ্রামগঞ্জের তৃণমূল মানুষের জনপ্রিয় অনুষ্ঠান সভা,সমাবেশ,মিছিল,মিটিং ও মানববন্ধনগুলো পূণরায় চালু করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
আগামীতে হাওরের মানুষের সংবাদ আরো বেশী বেশী করে দর্শক প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনে প্রচার করবে বলে সাংবাদিক নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply