জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উন্নয়ন -সমৃদ্ধি বাংলাদেশ গড়ার রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান।
এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান শেষে মসজিদ এলাকায় বৃক্ষরোপন করেন।
অনান্যদের মধ্যো আরোও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুজাত আলী ফকির, জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বাংলাদেশ ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হুদা ফরায়েজী , সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের মডেল আদর্শ তত্ত্বাবধায়ক আব্দুল হাকিম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা আবু সাঈদ কাশেমী।
এতে আওয়ামী লীগের আঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply