সরিষাবাড়ীতে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ
জামালপুরের সরিষাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার অরুন কৃষ্ণ পাল এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অরুন কৃষ্ণ পাল দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রানিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, মহিলা বিষয় কর্মকর্তা শায়লা নাজনীনসহ সাংবাদিক বৃন্দ।
Leave a Reply