সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬অক্টোবর) বিকেলে গালা ইউনিয়নের হাটবায়রা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় সকারের উন্নয়নমুলক বিষয় নিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল, আওয়ামিলীগ নেতা মোজাম্মেল হোসেন, আব্দুল মান্নান মানা, যুগলীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন,।
বক্তারা, দেশব্যাপী বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরেন।এ আলোচনা সভায় গালা ইউনিয়নে নতুন ইউনিয়ন পরিষদ ভবনের বিষয়ে এলাকাবাসী হাটবায়রাতে ভবনটি স্থাপনের জোরদাবি রাখেন।
এসময়, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, গালা ইউনিয়ন পরিষদের নতুন একটি ভবন হবে এই ভবনটি হাটবায়রাতে স্থাপন করলে সবার জন্য যোগাযোগের পথটি সহজ হবে অথচ, একটি মহল এতে বিভিন্নভাবে বাধাবিঘ্নতা সৃষ্টি করছে। তিনি তার এলাকায় ভবনটি নিতে চাচ্ছে। জণগণ চায় ভবনটি হাটবায়রাতে হোক। জনগনের চাওয়া আঙ্খাকা অনুযায়ী ভবনটি হাটবায়রাতে করা হবে। এটা কোনভাবেই অন্যত্র স্থাপন করতে দেওয়া হবে না ।
Leave a Reply