নাটোরের লালপুর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে বসার জন্য সংরক্ষিত খালি জায়গায় নিয়মবহির্ভূত ভাবে পাকা দোকান ঘর নির্মাণ করে অবৈধ দখলের মহোৎসব চলছে।
এতে কাঁচা বাজার ও মাছ বাজারের জন্য সরকারি ভাবে জায়গা নির্ধারণ থাকলেও কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গা না পেয়ে লালপুর-গোপালপুর সড়কে ফুটপাত দখল করে বাজার বসাচ্ছেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
সরেজমিনে জানা যায়, বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় তৎকালীন এজারাদারকে মোটা অংকের টাকা দিয়ে তোহা বাজার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে বাজারের মুদি ব্যবসায়ী শ্রী আনন্দ কুমার, শ্রী গিরি কুমার,পল্লী চিকিৎসক শ্রী অসীম কুমার ও মো:মিজান আলী।
এছাড়াও মুদি ব্যবসায়ী মো: জামিরুল ইসলাম, মো: মানু ইসলাম এবং মো: মাহাবুল মহড়ী ইসলাম নামে কয়েকজন ব্যবসায়ীরা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন করে আরো ৩ টি দোকান ঘর নির্মাণের কাজ চলছে।
বিষয়টা নিয়ে শ্রী আনন্দ কুমার বলেন, আমি এই জায়গাটা আওয়ামীলীগের নেতার থেকে দেড় লাখ টাকা দিয়ে দোকান কিনে নিয়েছি এই দোকানের কোনো কাগজ নাই কারন তোহা বাজারের জায়গা তো কোনো লিজ নাই।
মো: মিজান বলেন, আমি ৪ বছর আগে এই ঘর নির্মাণ করেছে অন্যজনরা করেছে তাই আমিও করেছি আমার কাছে কোনো লিজ বা কাগজ নাই।
এবিষয়ে সবজি বিক্রেতা মো: রানা বলেন, তোহা বাজার বিলুপ্তির পথে। বাজারে জায়গা না পেয়ে কিছু সবজি ব্যবসায়ী পেটের দায়ে লালপুর মোড়ে ফুটপাত দখল করে বাজার বসিয়েছেন। এভাবে চলতে থাকলে আমারও লালপুর মোড়ে যেতে হবে।
বাজারের ক্রেতা বাপ্পি বলেন, বিগত আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়ে বেশ কয়েকজন তোহা বাজারের বড় একটি অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। এভাবে চলতে থাকলে এই বাজার লালপুর মোড়ে চলে যাবে। এজন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে বাজারের পূর্বের জৌলুশ ফিরে পাবে।
এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মাজদার রহমান বলেন, তোহা বাজারে স্থাপনা গুলো সম্পূর্ণ অবৈধ বেআইনি সরকারিভাবে এটা উচ্ছেদ করে দেয়ার হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, অবৈধ দোকান নির্মাণের কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply