বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকা, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাব নাগেশ্বরী’র সামনে এই মানববন্ধন করেন তারা। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও ভোরের ডাকের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মজিবুল হক খন্দকার বেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,
এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক দেশ বাংলা প্রতিনিধি আশরাফুল হক আপেল, দৈনিক সাতমাথার প্রতিনিধি মসলেম উদ্দিন, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি জেলাল আহমেদ রানা, ক্রীড়া সংস্থার সদস্য কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রকাশের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে না ছাপিয়ে প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শফিক রেহমান।
সরকারের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘনের কারণে পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বাতিল করা হয়।
Leave a Reply