পারিবারিক শত্রুতার যের ধরে, বাড়ির চারিপার্শ্বে বাঁশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি পরিবার, ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দায় ১২ নং কাশোঁ ইউপির তুলসীরামপুর গ্রামের ইয়ানুস সেনেটারির বাড়ির পাশে।
সরেজমিন এ গিয়ে দেখা যায়, পারিবারিক কলহের যের ধরে তসলেম নামের এক ব্যক্তি ভুক্তভোগী একই পরিবারের ছেলে মোহাম্মদ আলতাফ হোসেন এর পক্ষ নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলার কারণে, একই পরিবারের আলতাফুন নামের এক মেয়ের সাথে কথা কাটাকাটি হয়, সেই কথা কাটাকাটির জের ধরে তার বাড়ির চারি পাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তি, মোহাম্মদ তসলিম উদ্দিন।
তবে তসলিম উদ্দিন এর সঙ্গে কথা বললে তসলিম উদ্দিন বলে আমার নিজের জায়গায় আমি ব্যাড়া দিয়েছি, কারো কিছু করার ক্ষমতা থাকলে করুক।
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( অফিসার ইনচার্জ) মোঃ মুনসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে, খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
Leave a Reply