মহা ধুমধামে বিয়ে হয়ে যায় নীলার প্রবাসীর সঙ্গে।
একটা গল্পে লেখা থাকে অল্প। তবে সেই গল্প গুলো লেখা হয় কার জীবন থেকে।হয়তো বা মাঝে মাঝে এই গল্প মিলে যায় কার কার জীবনে।
আজকে আমি লেখটা গল্প নয়। এমন একটি কাহিনী যা গল্পকে হার মানায়। যা ১০০% সত্যি মিশে আছে কোন একজনের জীবনে। নীলা নামের একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া কাহিনী।
এখন নীলার বিয়ে নিয়ে সংসারে চাপাচাপি,
এস,এস,সি পাশ করার পরেই তার বিয়ে নিয়ে যায় পরিবারের সবার চ তবে নীলার ইচ্ছে ছিল সে আরো পড়বে। পারেনি সে তার মনের আসা পূরন করতে। হঠাৎ করেই কোন এক দমকা হওয়া এসে তার জীবনটাকে এলোমেলো করে দিয়ে গেল।
রাকিব নামে এক ছেলে বহুদিন ধরে মালয়সিয়ায় থাকে। হঠাৎ করে দেশে এসেই নীলাকে দেখে পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। নীলার বাবা মা নীলাকে কিছু বুঝার আগেই বিয়ের সব কিছু ঠিক করে ফেলে।
ছেলে প্রবাসী দেখতে সুন্দর, মুখে সুন্দর দাঁড়ি,,
দেখতে পরহেজগার,, তাই বেসি সময় না নিয়ে বিয়ের আয়োজন করে ফেলে। নীলা নিরুপায় হয়েই বিয়েতে রাজি হয়।
কয়েকদিন পরেই বিয়ে হয়ে যায়। নগদ কাবিন ২০ হাজার টাকা, কাবিনের টাকা ইসলামের নিময় অনুযায়ী রাকিব নগদ পরিশোধ করে দেয়।
বিয়ে হয়ে যায় নীলার জানায়, তার স্বামী সারাক্ষণ হাদিস, কোরআন, ও নামাজ নিয়ে পরে থাকতো।তেমন কথাও বলতো না। দরকার ছাড়া সে নীলার সঙ্গে কথা হত না।
সংসার জীবনে স্বামী তেমন মনোযোগী ছিলনা।
দুইমাস পার হতেই নীলা প্যাগনেট হয়ে যায়।
সংসার জীবন মাএ ৪ মাস। ৪ মাস শেষ হতেই রাকিব আবার মালয়সিয়ায় চলে যায়। কিছুদিন কথা বলার পরে হটাৎ কথা বলা বন্ধ করে দেয়।
নীলা পাগলের মতো চেষ্টা করে কথা বলতে।দিন রাত ফোন দিয়েই যা।তবুও ফোন ধরেনা। ২-৩ মাস পরে অনেক এস এম এস এর পরে আবার কথা বলতে থাকে। নীলার বাচ্চা হবার সময় হয়ে আসে।
ডাঃ বলে তাকে সিজার করতে হবে। এই কথা নীলা রাকিবকে বলে আর রাকিব সোজা বলে যদি এই বাচ্চা হবার সময় মা,ও বাচ্চা মারাও যাও তবুও যে তাকে হাসপাতালে সিজার না করায়।
নীলার শরীর অনেক খারাপ দেখে তার শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে সিজার করান।
বাচ্চা হবার পরে রাকিব কে জানানো হয় তার মেয়ে হয়েছে হাসপাতালে। রাকিব আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে খরচের জন্য টাকা পাঠিয়ে দেয়।
কিছুদিন পরে নীলা হাসপাতাল থেকে বাড়ি আসে। তবে রাকিব হাসপাতালে নেওয়াকে মেনে নিতে পারেনি। আবার কথা বলা বন্ধ করে দেয়।হুটহাট করেই কিছু না বলে কথা বলা বন্ধ করে দেয় আবার হাতে পায়ে ধরে অনুরোধ করতে করতে কল দেয় ৩-৪ মাস পরে।
নীলা কিছুতেই বুঝতে পারেনা কেন তার স্বামী এমন করে। এমন করতে করতে দুই বছর পার হয় যায়। মন চাইলে খরচের টাকা দেয় না চাইলে দেয়না। মেয়েটা বাবা বাবা বলে ডাকতে শিখে গেছে কিনতু বাবা তো তাকে ফোন দেয়না।
নীলা বাড়িতে আসে কিছু দিনের জন্য।
একদিন রাকিব ফোন করে বলে আমি তোমার সাথে সংসার করবোনা, আমি তোমাকে তালাক দিব।
নীলা কিছুই বুঝতে পারেনা।বার বার জানতে চায় তার কি দোষ।রাকিব কিছুনা বলেনা। একদিন ওর মা ডিভোর্স পেপার নিয়ে নীলাদের বাড়ি আসে আর নীলাকে দিয়ে বলে রাকিব তোমাকে ডিভোর্স দিছে এই নাও কাগজ
।
নীলা সাথে সাথে রাকিবকে কল দিয়ে জানতে চা কি তার অপরাধ। রাকিব বলে আমি তোমাকে চাইনা।
এখন রাকিব সোজা বলে আমি আমার মেয়েকেও চিনিনা। নীলা কি করবে বুঝতে পারেনা। কাগজ নিয়ে পড়ে দেখে রাকিব মালয়সিয়া যাওয়ার দুইদিন আগেই তাকে ডিভোর্স দিছে।
তাহলে কার এই অপরাধ। কেন সে নগদ টাকা কাবিন করেছিল ২০ হাজার।কেন সে ডিভোর্স দিল।
এই ছোট মেয়েটা নিয়ে এখন নীলা কোথায় যাবে।
কিছুদিন পরে জানতে পারে রাকিবের নিজের মুখেই বলে সে মালোসিয়াতে বিয়ে করেছে আর সে কখনো দেশে আসবেনা।
এই গল্পে আমি যা বুঝতে পারলাম রাকিব সে বহুদিন মালোসিয়া থাকা কালিন কোন এক মেয়ের সাথে প্রেম করতো আর সে সেই মেয়েকে বিয়ে করেছে আসার পরে পরিবারের চাপে বিয়ে করে আর পরে যাওয়ার সময় নীলাকে ডিভোর্স দিয়ে যায়।
এখন ঐ ছোট মেয়েটা কার পরিচয়ে বড় হবে কাকে সে বাবা বলে ডাকবে। ঐ ২৩-২৪ বছরের নীলার কি হবে কে নিবে তার দায়িত্ব।
কি দোষ ছিল নীলার আর তার ছোট মেয়েটার।
আল্লাহ কি রাকিবকে ক্ষমা করবে? এমন করে সত সত নীলার জীবন নীড়বে ঝড়ে যায়।
নীলারা কি সংসার করার সপ্ন দেখতে পারবেনা আর কোন দিন। আমি থুতু দেই ঐ সমস্ত রাকিবের মুখে যারা নীলাদের জীবন নষ্ট করে চলে গেছে।
Leave a Reply