বাবা নামটা হয়তো খুব ছোট্ট, দুইটি অক্ষারে সাজানো হয়েছে বাবা নামের এই ছোট্ট শব্দকে।এর অর্থ আর এর দায়িত্ব অনেক বড়,বাবা নামের মেশিনটা সেই সকালে সূর্য উঠার আগেই ঘর ছেড়ে বাহির হতে হয় সংসারের দায়িত্বগুলো কাঁধে নিয়ে।ছেলে,মেয়ের লেখাপড়া, মায়ের ঔষধের খরচ, তার স্ত্রীর প্রতি দায়িত্ব, এসব বোজা তার মাথায় নিয়ে ছুটতে হয় কাজের সন্ধানে।দুপুরে আর ফেরা হয়না তার ঘরে, তাই রাস্তার কোন সস্তা খাবারের হোটেলে গিয়ে অল্প খরচে পেটপুরে খেয়ে প্রশান্তির একটা ঢেকুর তুলে আবার কাজে চলে যায়।রাতে ঘরে ফিরবার সময় হাতে করে নিয়ে আসতে হয় বাজার,মায়ের ঔষধ আর ছেলে মেয়ের জন্য মজাদার খাবার।স্ত্রীর কথা না হয় বাদেই দিলাম,তার তো চাওয়া পাওয়া একটাই সামী আমার সুস্থ ভাবে বাড়ি আসুক।তবুও কি সে খালি হাতে ফিরে?না কিছু না কিছু তার জন্যেও থাকে।বাবাকে আমি যতোটুকু দেখেছি তাতে আমি খুব অবাক হতাম,,,বাজার থেকে আমাদের জন্য খুব আরামদায়ক জুতা কিনে নিয়ে আসতো, আর তার জন্য আনা হতো সক্ত জুতা যা আমি নিজে পায়ে দিয়ে দেখেছিলাম যে কয়েক মিনিটেই আমার পায়ে ফোসকা পরে গেছে।আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করছিলাম বাবা এই জুতা পরে তোমার কষ্ট হয়না?আমার বাবা আমাকে বলেছিল না হয়না এটাই আমার জন্য খুব আরামদায়ক,
সেদিন তার কথাটার সঠিক উওর না পেলেও আজকে আমি ঠিকই বুঝতে পারি বাবা কেন এই কথা বলেছে।আজকে যে আমিও বাবা হয়েছি,তাই বুঝতে একটুও কষ্ট হয়না বাবার কষ্ট গুলো। এখনতো আমিও ঠিক বাবার মতো হয়ে গেছি।সংসারের দায়িত্বগুলো আমার কাঁধে এসে পৌঁছে গেছে।
এখন আমার চরিত্রটাও বাবার মতো হয়ে গেছে। বাজারের ভালো জিনিসটা পরিবারের হাতে দিতে পারলেই মনে আনন্দ খুঁজে পাই।নিজের জন্য একটা হলেই হলো। আজকে আমার বাবা নেই, আমি এতিম, তাই বার বার বাবার কথা মনে পরে। আমার বাবা আমাকে সব সময় খুব শ্বাসন করতো।আর বার বার আমাকে বলতো তুই কি করে খাবি বল,,,কেমনে তোর জীবন চলবে!দেখো বাবা তোমার সেই ছেলেটা আজকে সব কিছু করতে পারে,কোন কষ্টই কষ্ট মনে হয়না তার এখন।কারণ আমি যে এখন নিজেই বাবা।খুব ইচ্ছে করে বাবা তোমার পাঁ ছুয়ে একবার সালাম করি।
আমার ইচ্ছে পূরণ না হতেই তুমি চলে গেলে আমাকে এতিম করে। বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো,,,আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসে জায়গা করে দিন,,,,
Leave a Reply