আল্লাহ্ কি তোমাকে শক্তি দেননি? তাই বলছি ভাই এখনো সময় আছে অন্যের উপর নির্ভর না করে। নিজের যোগ্যতা দিয়ে বড় হতে চেষ্টা করো দেখবে বিশ্ব জয় করতে পারবে। সময়ের পরিবর্তনে তোমাকেও পালটাতে হবে।এখন থেকে শুরু না করলে পরে পালটানোর পথটাও খুঁজে পাবেনা। আর তোমার কাছে কি আছে?তুমি শুধুঅন্যের উপর নির্ভর করে নিজের সংসার চালিয়েছো।যদি ভালো কিছু করো বা সঠিক পথে আয় করে নিজের জীবিকা নির্বাহ করতে চেষ্টা করো তবে আল্লাহ তোমাকে সাহায্য করবে।তাই থেকে পরিশ্রম করে উপরে উঠতে চেষ্টা করি সবাই।
বাবা মায়ের বোঝা না হয়ে বাবা মায়ের সুযোগ্য সন্তান হতে চেষ্টা করি।সময় চলে যাবে, এই সনয় কারো জন্য অপেক্ষা করবেনা, তাই সময়কে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের উত্থান ঘটাতে হবে।আমার ছোট, বড় যুবক ভাইদের বলছি এসে নিজের হাতে শক্ত করে জীবনের হাল ধরি।
আমি পারলে তুমিও পারবে।
Leave a Reply