নওগাঁর ঐতিহ্যবাহী চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে ঈদ পূর্ণমিলনী সম্প্রীতির মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত রবিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন,জেলা রির্পোটাস ইউনিটি, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিশনের যৌথ আয়োজনে ঈদ পুর্নমিলনী মতবিনিময় সভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সস্মিতি ঈদ-পুর্নমিলী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এ.এস.এম. রায়হান আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আউয়াল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম. আজাদ হোসেন মুরাদ, জেলা রির্পোটাস ইউনিটির সভাপতি মোঃ আব্দুর রশীদ তারেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস.এম. সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবীর উদ্দিন জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান জয়, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি দবির উদ্দিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি মো নজরুল ইসলাম,মহাদেবপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী বাবলু, সাবেক সভাপতি গৌতম কুমার, পোরশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডি.এম. রাসেদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসেন সবুজসহ আরোও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply