তাহিরপুরে ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান
সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রলীগের বিচারের দাবিতে বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান
ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও সাজা নিশ্চিত করার দাবিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়া, সদস্য সচিব আরিফুল হক রুবেল, যুগ্ম আহবায়ক আইয়ুব নুর, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য কবির হোসেন, আজিম উদ্দিন, দ্বাদশ শ্রেণি’র সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম, কলেজ ছাত্রদল নেতা, আবির হাসান,মামুন মিয়া,আফজাল হোসেন প্রমুখ।
Leave a Reply