ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী একালায় ডোবার পানিতে ডুবে নোমান আলী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার লাহিড়ি বাজার সংলগ্ন ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নোমান আলী ওই গ্রামের নজিবউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। সবার অগোচরে বাড়ির পাশে ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায় নোমান। কিছুক্ষণ পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের পাশে থাকা ডোবায় শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে তার মরদেহে উদ্ধার করেন।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply