গাইবান্ধা থেকে এন এম সরকার : দেশে হঠাৎ করে সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় জনদুর্ভোগ আরও বেড়ে যাবে আর এর প্রতিবাদে ৬’আগস্ট শনিবার গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধা নাগরিক মঞ্চের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সমাবেশে গাইবান্ধা বার এ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক,গাইবান্ধা সামাজিক সংগ্রাম কমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, এ্যাড.ফারুক কবির,শিক্ষক আব্দুল আহাদ বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর জোর দাবি জানান।
You should take part in a contest for one of the greatest blogs on the net. I most certainly will recommend this site!