সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট।
সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর ভাঙ্গনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
চৌহালী উপজেলার এনায়েতপুর থানা ও শাহজাদপুর উপজেলার শাহজাদপুর থানার কয়েকটি গ্রামকে যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ছয়শত সাতচল্লিশ কোটি টাকার প্রকল্পের কাজ বর্তমান চলমান অবস্থায় আছে। অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের দরুন ঝুঁকিতে পড়তে পারে তীর রক্ষা বাঁধ।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের যে কাজ চলমান আছে তার সুফল কতটুকু হবে সে বিষয়ে এলাকার জনগণের কাছে জানতে চাইলে এলাকার জনগণ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ সমস্যা মোকাবেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করা জরুরি প্রয়োজন পড়েছে। যমুনা নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় জনজীবনের অংশ। তাই নদীটি রক্ষা করা আমাদের নৈতিক ও পরিবেশগত দায়িত্ব। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।
Leave a Reply