সিরাজগঞ্জের চৌহালীতে এই প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মেজর (অবঃ) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম।
প্রধান বক্তা জেলা নায়েবে আমির ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম। চৌহালী উপজেলা জামায়াতের আমির মাও. আবু সাইদ মোঃ সালেহ সভাপতিত্ব করেন। এসময় টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, বেলকুচি উপজেলা আমির ও সাবেক প্যাণেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য জামায়াত প্রতিষ্ঠার পর যমুনার ভাঙন কবলিত দুর্গম ঘোষিত চৌহালী উপজেলায় এই প্রথমবারে মত প্রকাশ্যে কর্মী সম্মেলনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সরকারি ভাবে দুর্গম ঘোষিত চৌহালী উপজেলা। দুর্গম চৌহালীতে ইতোপূর্বে যত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সবাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও জনগনের কোন উন্নয়ন করেনি। নদী ভাঙনসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বঞ্চিত চৌহালীবাসিকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তির পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Leave a Reply