কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের নবগঠিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রোববার রাতে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে পূমাক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ কোরিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ড.মিজানুর রহমান, ব্যারিস্টার আনোয়ার হোসেন,কৃষি গবেষক ড. আবু জামান সরকার, আলোর দিশারী পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু হাসান রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার তারিকুল ইসলাম, কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাইফুর রহমান মুক্তা, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা, শিক্ষক সহিদার রহমান, পুমাকের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাসান জনি, মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বিনতে আরেফিন,আশিক রানা প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক সরকার শামীম আল মামুন সবুজ প্রমূখ।
অভিষেক অনুষ্ঠানের মাঝে বুয়েট ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পাওয়া কাউনিয়ার ৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান,ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে একই স্থানে পূমাক এর আয়োজনে এক আলোচনা সভা পূমাক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ঈদ বস্ত্র শাড়ী কাপড় বিতরণ এবং সব শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply