আলুর ঢলে পড়া রোগ Potato droppings disease
রোগের নামঃ আলুর ঢলে পড়া রোগ
রোগের কারণ:
Ralstonia solanacearum নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়ে থাকে ।
লক্ষণঃ
- গাছের যে কোন বয়সে এ রোগ দেখা যায়।
- গাছ হঠাৎ ঢলে পড়ে। সবুজ অবস্থায় চুপসে ঢলে পড়ে।
- গোড়ার দিকে গাছের কান্ড ফেড়ে দেখলে বাদামী আক্রান্ত এলাকা দেখা যায়।
- আক্রান্ত আলুর কাটলে ভিতরে বাদামী দাগ দেখা যায়।
- আলুরে চোখে সাদা পুঁজের মত দেখা যায় এবং আলু অল্প দিনের মধ্যেই পচে যায়।
- এ রোগে গাছ সাধারণত সবুজ অবস্থায়ই ঢলে পড়ে।
- কান্ডের নিম্নাংশ ও শিকড় অক্ষত থাকে। কা-ের ভিতরে পরিবহন কলায় বাদামী বর্ণের উপস্থিতি, ঢলে পড়া রোগের আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা কা- চিরলে স্পষ্ট দেখা যায়।
- আক্রান্ত গাছের কা- কেটে পরিষ্কার পানিতে খাড়া করে রাখলে কিছুক্ষণ পর দুধের মত সাদা পুঁজ বের হয়।
- সংগৃহীত আলুর চোখে সাদা পুঁজের মত দেখা যায় এবং আলু অল্প দিনের মধ্যেই পচে যায়।
- বীজ আলুর ক্ষেত্রে একর প্রতি যদি ১ টি গাছ আক্রান্ত হয় তাহলে সেই মাঠ হতে বীজ আলু কখনই সংগ্রহ করা যাবে না।
- আলুর ঢলে পড়া রোগ প্রধানত তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয়। সাধারনতঃ ২৮-৩০০ সে তাপমাত্রা এ রোগের জন্য সবচেয়ে অনুকূল।
জেনে নিন >>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
-
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- আক্রান্ত গাছ তুলে পুড়ে বা পুতে ফেলা।
- আলু লাগানোর ২০-২৫ দিন আগে জমিতে ব্লিচিং পাউডার বিঘা প্রতি ২.৬ কেজি ব্যবহার করা।
- পরিমিত সেচ প্রয়োগ করা।
- রোগ দেখা দিলে পানি সেচ বন্ধ করতে হবে।
- প্রত্যায়িত অথবা রোগমুক্ত এলাকা থেকে সুস্থ ও রোগমুক্ত বীজ সংগ্রহ করা।
- কাটা বীজ লাগানো পরিহার করা।
- আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে ২০-২৫ কেজি হারে ষ্ট্যাবল ব্লিচিং পাউডার প্রয়োগ করা।
বপনের পরে করণীয়
- বপনের পর যত শীঘ্র সম্ভব গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া।
- পরিমিত মাত্রায় সেচ প্রয়োগ করা।
- আক্রান্ত গাছ আলুসহ আশেপাশের মাটি দ্রুত অন্যত্র সরিয়ে নষ্ট করা এবং আক্রান্ত জায়গায় ব্লিচিং পাউডার প্রয়োগ করা। সেচের প্রয়োজন হলে আক্রান্ত অংশ বাদ দিয়ে সেচ দেওয়া।
- আক্রান্ত জমিতে পরবর্তীতে আলু, টমেটো, বেগুন, মরিচ, তামাক ইত্যাদি জাতীয় ফসল চাষ না করা।
- গম, ধান, ভুট্টা, কাউন, বার্লি, সরগাম, পেয়াজ, রসুন, কপি, গাজর ইত্যাদি ফসল দিয়ে শস্য পর্যায় অবলম্বন করা। বীজ আলু জমিতে ভুট্টা দ্বারা আন্তঃফসল চাষ করলে ব্যাকটেরিয়ার আক্রমণ কম হয়।
- গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে প্রখর রৌদ্রে মাটি শুকিয়ে নিতে হবে এতে মাটিতে অবস্থিত রোগ জীবাণু অনেক কমে যায়।
- এ রোগ দেখা মাত্র আক্রান্ত জমিতে সেচ প্রদান, নিড়ানী দেওয়া, মালচিং ইত্যাদি বন্ধ করা।
- আলু লাগানোর পূর্বে জমিতে ধান থাকলে সে ধানের নাড়া শুকিয়ে মাটিতে বিছিয়ে পুড়িয়ে ফেলা।
- যে জমি সব সময় ভেজা বা স্যাঁতসেঁতে থাকে সে জমিতে বীজ আলু কখনই চাষ না করা।
জেনে নিন>> শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা
জেনে নিন>আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato
জেনে নিন>> আলুর পাতা মোড়ানো রোগ Potato Leaf Roll Disease
জেনে নিন>>আলুর ঢলে পড়া রোগ Potato droppings disease
জেনে নিন>> আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus
জেনে নিন>> আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato
জেনে নিন>> আলুর দাদ বা স্ক্যাব রোগ ও প্রতিকার
[…] চারা গাছের উচ্চতা ১০-১৫ সেন্টিমিটার হলে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। দুই সারের মাঝে সার দিয়ে কোদালের সাহায্যে মাটি কুপিয়ে সারির মাঝের মাটি গাছের গোড়ায় তুলে দিতে হবে। ১০-১২ দিন পরপর এভাবে গাছের গোড়ায় মাটি তুলে না দিলে গাছ হেলে পড়রে এবং ফলন কমে যাবে। জেনে নিন>> আলুর ঢলে পড়া রোগ থেকে প্রতিকার […]
[…] চারা গাছের উচ্চতা ১০-১৫ সেন্টিমিটার হলে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। দুই সারের মাঝে সার দিয়ে কোদালের সাহায্যে মাটি কুপিয়ে সারির মাঝের মাটি গাছের গোড়ায় তুলে দিতে হবে। ১০-১২ দিন পরপর এভাবে গাছের গোড়ায় মাটি তুলে না দিলে গাছ হেলে পড়রে এবং ফলন কমে যাবে। জেনে নিন>> আলুর ঢলে পড়া রোগ থেকে প্রতিকার […]
[…] ঠাকুরগাঁও চিনিকলের মহা-ব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, ২০২০-২১ মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ ঘোষণা করে সরকার। সে সময় চিনিকলটি বন্ধের শঙ্কায় আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন কৃষকরা। তবে আমরা কৃষকদের আখ চাষে ফেরাতে সক্ষম হচ্ছি। গত বছরের চেয়ে এবার দ্বিগুণ আখ চাষ করেছেন চাষিরা।পড়ুন>>আলুর ঢলে পড়া রোগ Potato droppings disease […]