শেরপুর থেকে এম শাহজাহান মিয়া : ড্যাফডিল প্রিপারেটরি এন্ড হাই-স্কুলের টয়লেটে মিলল ইমন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজারে অবস্থিত।
মৃত ইমন সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ সাগর মিয়ার ছেলে।সে ওই স্কুলের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। শুক্রবার (২৬ আগষ্ট) সকালে পুলিশ ইমনের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুলের নৈশপ্রহরী স্কুলের টয়লেটে তার মরদেহ দেখতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। পরে প্রধান শিক্ষকের কাছে খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মা রশিদা বেগম বলেন, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে ইমন স্কুল থেকে বাড়ি ফিরে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানীর বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি।
Leave a Reply